thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সাতক্ষীরায় কবর থেকে জামায়াতকর্মীর মৃতদেহ উত্তোলন

২০১৪ জানুয়ারি ৩০ ২২:৩৯:৪৯
সাতক্ষীরায় কবর থেকে জামায়াতকর্মীর মৃতদেহ উত্তোলন

সাতক্ষীরা সংবাদদাতা : মৃত্যুর দেড়মাস পর কবর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক জামায়াতকর্মীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

সদর উপজেলার সাতানি গ্রাম থেকে আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াত মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াত মাহমুদ দ্য রিপোর্টকে জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা দাফন করেছিল। চলমান ওই মামলায় বিচারিক আদালত জাহাঙ্গীরের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম নিহত হন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর