thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

‘আলোচনার মাধ্যমেই সরকার প্রধান’

২০১৩ নভেম্বর ০৩ ১৯:০৯:৩২
‘আলোচনার মাধ্যমেই সরকার প্রধান’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সর্বদলীয় নির্বাচনকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের নেতারা বলেছেন, সরকারপ্রধান কে হবেন তা আলোচনার মাধ্যমেই ঠিক করা উচিত।

প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রবিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কথা বলেন।

সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেন, ‘প্রস্তাব অনুযায়ী আলোচনার ভিত্তিতে কারা কারা এ সরকারে থাকবেন তা ঠিক করা উচিত। সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতেই হবে। সংলাপের মাধ্যমেই সবকিছু ঠিক করতে হবে।’

তিনি এ সময় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার দেওয়া ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সম্মিলিত ইসলামী জোটের সিনিয়র সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মহিব উল্লাহ মোজাদ্দেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ আবুল হোসেন, এটিএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন ফুরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।

(দিরিপোর্ট২৪/কাওসার/আইজেকে/এমএআর/নভেম্বর ৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর