thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের আহ্বান চুমকির

২০১৬ মার্চ ০৬ ১২:৩৩:২৩
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের আহ্বান চুমকির

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারী অথবা শিশু নির্যাতন বন্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে চুমকি বলেন, ‘আমাদের যে আইনগুলো আছে তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কোথাও নারী অথবা শিশু নির্যাতন হতে দেখলে সকলে মিলে তা প্রতিরোধ করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী নারী, সংসদের বিরোধীদলীয় নেত্রী নারী, স্পিকার নারী। এ ছাড়া জাতীয় সংসদের ৭০ জন নারী প্রতিনিধি রয়েছেন।’

চুমকি আরও বলেন, ‘নারী-পুরুষ সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা এককভাবে নয়; সমষ্টিগতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

মানববন্ধনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান।’

মনববন্ধনে আরও উপস্থিত ছিলেন— মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের মহা-পরিচালক সাহিন আহমেদ চৌধুরী, পরিচালক এ বি এম জাকির হোসাইন, অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএস/এনডিএস/এইচ/মার্চ ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর