thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ঢাকায় ইয়াহিয়ার সঙ্গে বৈঠক, শেখ মুজিবের গাড়িতে কালো পতাকা

২০১৬ মার্চ ১৬ ০০:১১:৪৩
ঢাকায় ইয়াহিয়ার সঙ্গে বৈঠক, শেখ মুজিবের গাড়িতে কালো পতাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাড়িতে কালো পতাকা উড়িয়ে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিন সকাল ১১টায় ঢাকার রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে আসেন। এমন কি তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর গাড়িতেও কালো পতাকা উড্ডীন ছিল। বঙ্গবন্ধুর গাড়িতে কালো পতাকা ছাড়াও গাড়ির উইন্ড স্ক্রিনে মানচিত্রখচিত স্বাধীন বাংলার পতাকা এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা উৎকীর্ণ ছিল। রাষ্ট্রপতি ভবনের সামনে ইপিআর বাহিনী মোতায়েন ছিল। এদের মধ্যে বাঙালি ইপিআর সদস্যদের হাতে অস্ত্রের পরিবর্তে দীর্ঘ বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রাষ্ট্রপতি ভবনে উভয়পক্ষ প্রায় আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক চলাকালীন মুক্তিকামী মানুষ ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে রাষ্ট্রপতি ভবনের সামনে জড়ো হতে থাকে।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বাইরে অপেক্ষারত দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের বঙ্গবন্ধু বলেন, ‘আমি রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। আরও আলোচনা হবে। কাল (১৭ মার্চ) সকালে আমরা আবার বসছি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।’

ধানমণ্ডিস্থ নিজের বাসভবনে ফিরে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন বঙ্গবন্ধু। গভীর রাত পর্যন্ত এ আলোচনা চলে।

মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী এদিন বঙ্গবন্ধুর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন।
ঢাকাসহ সারা পূর্ব পাকিস্তানে এদিনও অহিংস-অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা চলতে থাকে।

কবি আহসান হাবীব এদিন পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত খেতাব ‘সিতারা-এ-খেদমত’ বর্জন করেন।
বিশেষ ব্যবস্থাধীনে এদিন দুই হাজারেরও বেশি অবাঙালি নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ করাচীর উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’ কেন্দ্রীয় সরকারের সকল রাজস্ব সংগ্রহ করতে শুরু করে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আবগারী এবং বিক্রয় করও ছিল।

ময়মনসিংহে আয়োজিত এক জনসভায় ন্যাপ প্রধান মওলানা আবদুল খান ভাসানী স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানান।

পশ্চিম পাকিস্তানে ভুট্টোর প্রস্তাবের সমালোচনা

এদিন পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩১ জন আইনজীবী এক বিবৃতিতে কোয়ালিশন সরকার গঠন সংক্রান্ত ভুট্টোর প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। এছাড়া ভুট্টোর প্রস্তাবের প্রতিবাদে লাহোরে তিনটি ছাত্র সংগঠন ১২ ঘণ্টার প্রতীকী অনশন ধর্মঘট পালন করে।

ভারতের আকাশসীমা দিয়ে পূর্ব পাকিস্তানে বিমান চলাচলে নিষেধাজ্ঞা

ভারত সরকার এদিন তাদের আকাশসীমার উপর দিয়ে পূর্ব পাকিস্তানগামী সকল বিদেশি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করে। মূলত পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেয় ভারত।

ভারতের রাজনৈতিক নেতা জয় প্রকাশ নারায়ণ এদিন নয়াদিল্লিতে বলেন, ‘এই উপমহাদেশে গান্ধীজীর পর বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান-ই এতটা বিশাল আয়তনে অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করলেন। বাংলাদেশের নেতা যেভাবে সাফল্যের সাথে জনসাধারণকে সর্বাত্মক ঐক্যে তার পেছনে কাতারবন্দি করতে সক্ষম হয়েছেন, সমগ্র ইতিহাসে অন্য কোনো নেতার জীবনে এমন দৃষ্টান্ত খুঁজে বের করা খুবই দুষ্কর।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বিশ্বের প্রতিটি মানুষ ও সরকারের উচিত শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেওয়া।’

গ্রন্থনা : সোহেল রহমান

(দ্য রিপোর্ট/এসআর/মার্চ ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর