thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

না.গঞ্জে মহাসড়ক অবরোধ যানবাহন ভাংচুর

২০১৩ নভেম্বর ০৪ ০৯:১৩:১১
না.গঞ্জে মহাসড়ক অবরোধ যানবাহন ভাংচুর

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে মিছিল, মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাংচুরের মধ্যদিয়ে শুরু হয়েছে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন।

সোমবার ভোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরের নেতৃত্বে রূপগঞ্জের সুলতানা কামাল সেতুর উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় কয়েকটি যানবাহন ভাংচুর করে পিকেটাররা।

সকাল ৭টায় কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে পিকেটাররা। ভাংচুর করা হয় কয়েকটি যানবাহন। পরে পুলিশ ধাওয়া করে তাদের তাড়িয়ে দেয়।

এদিকে সকাল সাড়ে ৭টায় ছাত্রদলের একটি গ্রুপ রূপগঞ্জের রূপসী এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ১০টি যানবাহন ভাংচুর করে। পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর