thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ফেনী ও পরশুরামে প্রতীক বরাদ্দ

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১৯:৫৪:১৯
ফেনী ও পরশুরামে প্রতীক বরাদ্দ

ফেনী প্রতিনিধি : ফেনী সদর ও পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার মোহাম্মদ এনামুল হক বুধবার দুপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, তাদের প্রতিনিধি ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।

ফেনী সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত নাসিমা কামরুল একক প্রার্থী।

ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ দলের ও ১৯ দলের একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেনী জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকমের প্রতীক দোয়াত-কলম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমানের প্রতীক আনারস।

ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জেলা কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের প্রতীক উড়োজাহাজ, জামায়াতে ইসলামীর শহর সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিমের প্রতীক তালা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফোরকান চৌধুরীর প্রতীক টিউবওয়েল।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনার প্রতীক কলস, জেলা মহিলা দলের সভানেত্রী জুলেখা আক্তার ডেইজীর প্রতীক প্রজাপতি।

পরশুরাম উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারের প্রতীক আনারস, ১৯ দল সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের প্রতীক দোয়াত-কলম, বিএনপির সহ-সভাপতি আবদুল হালিম মজুমদারের প্রতীক চিংড়িমাছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের প্রতীক মোটরসাইকেল, জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ওয়াহিদুল্লাহ মজুমদার মানিকের প্রতীক হেলিকপ্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মজুমদারের প্রতীক কাপ-পিরিচ।

পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা সভাপতি এনামুল করিম মজুমদার বাদলের প্রতীক তালা, ১৯ দল সমর্থিত উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদের প্রতীক টিউবওয়েল, বিএনপি নেতা সফিকুর রহমান সখার প্রতীক উড়োজাহাজ, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার সাহেদ আমান চৌধুরীর প্রতীক বই, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক খালেদ ইকরামের প্রতীক মাইক, আবদুল রসুলের প্রতীক টিয়া পাখি।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর