thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ম্যাকাও ওপেনেও ব্যর্থ সিদ্দিকুর

২০১৬ অক্টোবর ১৭ ০৯:৩৪:৪২
ম্যাকাও ওপেনেও ব্যর্থ সিদ্দিকুর

দ্য রিপোর্ট ডেস্ক : ম্যাকাও ওপেনে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। আবারও হতাশই হতে হয়েছে তাকে। এবারের ম্যাকাও ওপেনের আসর ৫৭তম স্থানে থেকেই শেষ করেছেন সিদ্দিকুর।

ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ ও শেষ রাউন্ডে ১টি বার্ডি ও ৩টি বোগি করেছেন সিদ্দিকুর। এছাড়া পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন তিনি।

এর আগে সিদ্দিকুর ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তখন তিনি ইঙ্গিত দিয়েছিলেন ম্যাকাও ওপেনে ভালো কিছু করার। আর শুরুটাও সেভাবেই করেছিলেন। দ্বিতীয় রাউন্ড শেষে ৩ জনের সঙ্গে যৌথভাবে ৭-এ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তৃতীয় রাউন্ডে ৫৩তম স্থানে নেমে যান দেশসেরা এই গলফার।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর