thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

শেষ বিতর্কেও হিলারির জয়

২০১৬ অক্টোবর ২০ ১০:৩০:৩৭
শেষ বিতর্কেও হিলারির জয়

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনী বিতর্কের চূড়ান্ত পর্বেও জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। তবে বিতর্ক নিয়েও অগ্রগতি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিএনএন/ওআরসি'র এক জরিপে বিতর্ক শেষে দর্শকদের মতের ভিত্তিতে এ তথ্য প্রকাশ পেয়েছে।

দর্শক জরিপে হিলারি ক্লিনটন পেয়েছেন ৫২ শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।

প্রতিবারের মতো এবারও তারা পরস্পরকে আক্রমণ করেই শেষ করেছেন বিতর্ক পর্ব।

স্থানীয় সময় বুধবার বিকেল ছয়টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাডায় এই বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের বিতর্কের সঞ্চালক ছিলেন ক্রিস ওয়ালেস।

বিবিসির খবরে বলা হয়, বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে, তিনি ফলাফল মেনে নেবেন কি না।

জবাবে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, সেটি নির্বাচনের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি।

সঞ্চালক দ্বিতীয়বার একই প্রশ্ন করলে জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে কিছুটা রহস্য রাখতে চান তিনি। এখনই সব বলে দিতে চান না।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এসব হিলারির তৈরি।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ তোলেন হিলারি। তিনি বলেন, ট্রাম্প সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহ প্রদান করছেন।

প্রায় সব জাতীয় জনমত জরিপে পিছিয়ে আছেন ট্রাম্প। তাই তার জন্য এই বিতর্ক ছিল নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ।

ফক্স নিউজের সর্বশেষ জাতীয় জনমত জরিপে ট্রাম্পের তুলনায় হিলারি ৭ পয়েন্টে এগিয়ে। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, অবস্থার নাটকীয় পরিবর্তন না হলে হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

এর আগে বিতর্কে অস্ত্র নিয়ন্ত্রণ, গর্ভপাত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অবৈধ অভিবাসন নিয়ে তুমুল বাদানুবাদ হয় দুই প্রার্থীর মধ্যে।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ঐসব ইস্যুতে হিলারি ক্লিনটন কি উদ্যোগ নিয়েছিলেন, বারবারই সে প্রশ্ন সামনে নিয়ে আসেন ট্রাম্প।

এই বিতর্কের শুরুতেও প্রথা মাফিক দুই প্রার্থী পরস্পরের সঙ্গে হাত মেলাননি।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর