thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

লুজারের শীর্ষে ফার কেমিক্যাল

২০১৬ অক্টোবর ২০ ১৬:২৫:১৮
লুজারের শীর্ষে ফার কেমিক্যাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবারের (২০ অক্টোবর) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল। এ দিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯.৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ফার কেমিক্যালের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৩.৮ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৯.২ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার ১৮.৪ টাকা থেকে ২০ টাকায় লেনদেন হয়।

টপ টেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৭.১১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.৪৪ শতাংশ, মন্নু স্টাফলার্সের ৫.৭৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.৮৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৬৯ শতাংশ, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজের ৪.৬০ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ৪.৫৭ শতাংশ, আরামিটের ৪.৫৫ শতাংশ ও হাক্কানি পাল্পের ৪.১৪ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর