thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মেয়ে নাট্যকার, মা নির্দেশক

২০১৬ অক্টোবর ২২ ১৩:১১:৩৮
মেয়ে নাট্যকার, মা নির্দেশক

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার মেয়ের লেখা নাটক মঞ্চে নির্দেশনা দিচ্ছেন বরেণ্য নাট্যজন রোকেয়া রফিক বেবী। মেয়ে আনিকা মাহিন একার লেখা ‘মর্ষকাম’ নাটকটি মঞ্চে নিয়ে আসছে দেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট।

১ নভেম্বর রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এই নাটকটির নির্দেশনায় রয়েছেন বেবী।

এরই মধ্যে নাটকটির প্রথম কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। চলছে শেষ মুহূর্তের মহড়া। বেবী বলেন, ‘বেশ বড় ক্যানভাসে এই নাটকটি মঞ্চে আসছে। থিয়েটার আর্ট ইউনিটের নবীন-প্রবীণ সব শিল্পীরা নাটকটিতে অভিনয় করছেন। এখন মঞ্চায়নের অপেক্ষায়। এরই মধ্যে প্রথম কারিগরি মঞ্চায়ন করেছি। আরও দুটো কারিগরি প্রদর্শনী করার ইচ্ছে আছে। এরপর ১ নভেম্বর সন্ধ্যায় নাটকটি দর্শকের জন্য মঞ্চায়ন করা হবে। পরদিন (২ নভেম্বর) একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।’

আনিকা মাহিন একা বলেন, ‘বিশ্বব্যাপী রাজনীতির সাম্রাজ্যবাদ এই নাটকের মূল উপজীব্য। নাটকের মাধ্যমে বিশ্ব রাজনীতির কিছু বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিভাবে প্রভাবশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করে।’

ঢাকার মঞ্চে আনিকার লেখা এটি দ্বিতীয় নাটক। এর আগে কামাল উদ্দীন নীলুর নির্দেশনায় ‘ম্যাকাব্রে’ নাটকটি আলোচনায় ছড়িয়েছে। দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও রোকেয়া রফিক বেবীর একমাত্র কন্যা আনিকা মাহিন থিয়েটার আর্ট ইউনিটের একজন সক্রিয় নাট্যশিল্পী।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/এনআই/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর