thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

শুরু হলো ক্ষুদে গানরাজের ৬ষ্ঠ আসর

২০১৬ অক্টোবর ২২ ১৩:৩৬:৪০
শুরু হলো ক্ষুদে গানরাজের ৬ষ্ঠ আসর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষুদে সংগীতশিল্পী অন্বেষণের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর পঞ্চম আসর শেষে এবার শুরু হলো ষষ্ঠ সিজনের নিবন্ধন কার্যক্রম। এবারের প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক ‘ডিয়ন চকোল’। তাই প্রতিযোগিতাটির এবারের নাম ‘ডিয়ন চকোলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন-৬’।

চ্যানেল আই সূত্র জানায়, যাদের বয়স ১২ বছরের মধ্যে শুধু তারাই নিবন্ধন পর্বে অন্তর্ভুক্তির জন্য ইংরেজিতে ‘কেজিআর’ লিখে একটি স্পেস দিয়ে নিজের নাম লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে অংশগ্রহণ করতে পারবে এ প্রতিযোগিতায়।

এবারের প্রতিযোগিতায় প্রধান দুই বিচারক হিসেবে থাকবেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং আধুনিক গানের শিল্পী এসআই টুটুল। প্রতিযোগিতাটি পরিচালনা করবেন ইজাজ খান স্বপন।

নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে বিভাগ পর্যায়ের অডিশন। কোন বিভাগে কখন প্রাথমিক অডিশন হবে তা প্রতিযোগীরা চ্যানেল আই’র মাধ্যমে জানতে পারবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চ্যানেল আই পর্দায় প্রচার শুরু হবে ‘ক্ষুদে গানরাজ সিজন-৬’।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/এনআই/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর