thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

না ফেরার দেশে সাংবাদিক তিমির দত্ত

২০১৬ অক্টোবর ২৩ ১১:১২:০৫
না ফেরার দেশে সাংবাদিক তিমির দত্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযোদ্ধ‍া ও সিনিয়র সাংবাদিক তিমির লাল দত্ত না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২। রবিবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শ্রদ্ধা জানানোর জন্য সকাল সাড়ে ১০টায় তার মরদেহ ডিআরইতে আনার কথা রয়েছে।

জানা গেছে, রবিবার ভোরে নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক তিমির লাল দত্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব, ডিইউজের সদস্য ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করতেন।

(দ্য রিপোর্ট/এনটি/এমকে/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর