thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

তিমির দত্তক‌ে শ‌েষ শ্রদ্ধা, বরিশাল‌ে দাহ

২০১৬ অক্টোবর ২৩ ১৪:১৩:২৪
তিমির দত্তক‌ে শ‌েষ শ্রদ্ধা, বরিশাল‌ে দাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযোদ্ধ‍া ও সিনিয়র সাংবাদিক তিমির লাল দত্তক‌ে জাতীয় প্রেসক্লাব‌ে রাষ্ট্রীয় মর্যাদায় শ‌েষ শ্রদ্ধা জানান‌ো হয়‌ছে।

রবিবার ব‌েলা স‌োয়া ১১টার দ‌িকে ত‌িমির দত্তের মরদ‌েহ জাতীয় প্র‌েস ক্লাব‌ে ন‌িয়ে আসা হয়। স‌েখান‌ে তাক‌ে রাষ্ট্রীয়ভাব‌ে গার্ড অব অনার দ‌েওয়া হয়।

এরপর তাক‌ে ফুল দ‌িয়ে একে এক‌ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদ‌েষ্টা ইকবাল স‌োবহান চ‌ৌধুরী, জাতীয় প‌্র‌েস ক্লাবের সভাপত‌ি শফ‌িকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চ‌ৌধুরী, ব‌িএফইজ‌ে সভাপত‌ি মন্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা সাংবাদ‌িক ইউন‌িয়ন‌ের সভাপত‌ি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক স‌োহ‌েল হায়দার চ‌ৌধুরী, ঢাকা রিপার্টার্স ইউন‌িটির সভাপত‌ি জামাল উদ্দ‌িন, সাধারণ সম্পাদক রাজু আহমে‌দসহ ব‌িভ‌িন্ন সংগঠন‌ের পক্ষ থ‌েকে শ্রদ্ধা জানান‌ো হয়।

প্র‌েসক্লাব‌ে শ্রদ্ধা জানান‌ো শ‌েষে ত‌িমির দত্ত‌ের মরদেহ অ্যাম্বুল‌েন্সে যোগ‌ে বরিশাল‌ের উদ্দ‌েশ্যে ন‌েওয়া হয়। বরিশালের শহরের কাল‌িপাড়া শ্বশান‌ে তাক‌ে দাহ করা হব‌ে।

এর আগ‌ে ত‌িমির দত্ত‌ের মরদ‌েহ বারড‌েম হাসপাতাল থ‌েকে রিপোর্টার্স ইউন‌িটিতে নেওয়া হল‌ে সেখান‌ে শ‌েষ শ্রদ্ধা জানান সহকর্মীরা।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় বারডেম হাসপাতালে ত‌িমির দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রবিবার ভোরে নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক তিমির লাল দত্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব, ডিইউজের সদস্য ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করতেন।

(দ্য রিপোর্ট/ক‌েএ/এআরই/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর