thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

র‌্যাংকিংয়ে স্থান হারালেন শারাপোভা

২০১৬ অক্টোবর ২৫ ১১:৪৫:৩৮
র‌্যাংকিংয়ে স্থান হারালেন শারাপোভা

দ্য রিপোর্ট ডেস্ক : ডোপিংয়ের কারণে নির্বাসিত হতে হয়েছিল প্রমীলা বিশ্ব টেনিসের সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভাকে। দুই বছরের শাস্তি কমিয়ে পরে পনের মাস করা হয় তার। তবে শাস্তি কমলেও সাবেক নম্বর ওয়ান তারকাকে হারাতে হয়েছে ডব্লিউটিএ (বিশ্ব টেনিস সংস্থা) সিঙ্গেলস র‌্যাংকিংয়ের স্থানটি।

সোমবার ডব্লিউটিএ সিঙ্গেলস র‌্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে। সেখানে নেই শারাপোভার নাম!

অথচ গত সপ্তাহের তালিকাতেও শারাপোভার নাম ছিল ৯৩তম স্থানে। সোমবারের প্রকাশিত সেই তালিকায় ৯৩তম স্থানে এখন রয়েছে জার্মনির সাবিন লিজিকির নাম।

চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলীয় ওপেনে ডোপিং করার কারণে শারাপোভাকে দুই বছরের জন্য নির্বাসিত করেছিল বিশ্ব টেনিস সংস্থা। পরে ওয়াডা সেই শাস্তির মেয়াদ কমিয়ে পনের মাস করে। পেশাদারি টেনিস থেকে দূরে থাকার কারণে তার র‌্যাংকিংয়ের এমনিতেই অবনমন ঘটছিল। হতে পারে সেই কারণেই তার নামটি তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আগামী বছর এপ্রিলে কোর্টে ফিরবেন মাশা। কিন্তু ডব্লিউটিএ তালিকায় নাম না থাকার কারণে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে ওয়াইল্ড কার্ডই একমাত্র ভরসা হবে মাশার!

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর