thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

পল্টন থানার মামলায় ফখরুলের শুনানি মার্চে

২০১৬ অক্টোবর ২৫ ১৪:২২:৪৯
পল্টন থানার মামলায় ফখরুলের শুনানি মার্চে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে পল্টন থানায় দায়ের করা মামলার চার্জ গঠনে শুনানির জন্য আগামী বছরের ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা চতুর্থ মহানগর দায়রা জজ এফ এম জিয়াউর রহমান আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনার দিনই পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন।

২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটের উল্লেখ্যযোগ্য আসামিরা হচ্ছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম–মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া

(দ্য রিপোর্ট/এমএম/এমকে/এনআই/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর