thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

প্রাইম ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৩২:৪৩
প্রাইম ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইন্স্যুরেন্স ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৩ মার্চ, সকাল ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।


শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬.৬৯ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর