thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সোমবারও পুঁজিবাজার নেতিবাচক

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ১৬:০৫:৪৮
সোমবারও পুঁজিবাজার নেতিবাচক

দ্য রিপোর্ট : চলতি সপ্তাহে রবিবারের ন্যায় সোমবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নেতিবাচক। এদিন সূচক কমেছে ২৯.৮০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫২.০২ পয়েন্ট।

ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮.৮০ পয়েন্ট কমে ৪৬৮৪ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৭ পয়েন্টে।

সোমবার সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের। টাকার অংকে যার পরিমাণ ২১ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। আর ৭ লাখ ৫৩ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌ণ মূল্য সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪১ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/আরএ/এএইচ/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর