thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ছবিতে পৃথিবীর বৃহত্তম জাহাজের অন্দরমহল

২০১৬ নভেম্বর ২২ ১৮:১৪:৩১
ছবিতে পৃথিবীর বৃহত্তম জাহাজের অন্দরমহল

দ্য রিপোর্ট ডেস্ক : টাইটানিক জাহাজের কথা নিশ্চয়ই মনে আছে সবার। যেটা নীল আটলান্টিকে ডুবে গিয়েছিল। এবার সে রকমই বিশ্বের সবচেয়ে বৃহত্তম ক্রুজ জাহাজ তৈরি করেছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। জাহাজটির নাম দেওয়া হয়েছে হারমনি অব দ্য সিস।

জাহাজের ওজন ২ লাখ ২৭ হাজার টন। এটি আইফেল টাওয়ারের চেয়ে ২৪ ফুট বেশি লম্বা। জাহাজটি এতো সুবিশাল যে, কক্ষ খুঁজে পেতে অতিথিদের জিপিএস ব্যবহার করতে হবে!

বাস্তবে বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজের ভিতরটা দেখা না গেলেও ছবিতে দেখে নেওয়া যাক এর চোখ ধাঁধানো বিলাসবহুল অন্দরমহলটা।

একসঙ্গে ৬০০০ যাত্রী উঠতে পারেন এই ক্রুজে।

লম্বায় ১১০৮ ফিট, ওজনে ২ লাখ ২৭ হাজার টন ক্রুজটি বানাতে খরচ পড়েছে ৮০০ মিলিয়ন পাউন্ড।

ক্রুজটি তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল।

ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য গেস্ট রুম, ছোট থেকে বড়। রয়েছে স্যুটও।

রয়েছে ১৮টি ডেক ও ১৬টি রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং সেন্টার।

নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের মত এই ক্রুজে রয়েছে ১০,৫৮৭টি ছোট গাছ ও ৫২টি বড় গাছ।

১৩৮০ আসনবিশিষ্ট থিয়েটারে আপনি শুনতে পারবেন নানা ধরনের মিউজিক।

ক্রুজেই আপনি পাবেন বার, লাউঞ্জ, লাইভ জ্যাজ ক্লাব, কারাওকে বার এবং কমেডি ক্লাব।

রয়েছে জিমন্যাসিয়াম। যেখানে আপনি যোগা, তাই-চি ফিটনেস প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

এই ক্রুজে করে ঘুরে বেড়াতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে মাথাপিছু দিতে হবে ৭৫২৫ পাউন্ড।

(দ্য রিপোর্ট/এফএস/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর