thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

চার ছক্কায় গেইলের ৪০

২০১৬ নভেম্বর ২৭ ২১:৩৬:৩৫
চার ছক্কায় গেইলের ৪০

দ্য রিপোর্ট প্রতিবেদক : একটু দেরিতে হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ সংস্করণে খেলতে এসেছেন ব্যাটিংদানব খ্যাত ক্যারিবীয়ন তারকা ক্রিস গেইল। চিটাগাং ভাইকিংসের চতুর্থ জয়েন দিন ব্যাট হাতে রবিবার (২৭ নভেম্বর) মিরপুরের মাঠে নামেন তিনি। চিটাগাং অধিনায়ক তামিমের সঙ্গে ওপেনিং করতে নেমেই ৪০ রান করেছেন গেইল। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৪ টি ছক্কা।

এদিন জয়ের জন্যে নাঈম ইসলামের রংপুর রাইডার্সের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুধু মাত্র ক্রিস গেইলের উইকেটটিই হারিয়ে জয় তুলে নেয় চিটাগাং। আসরের চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়া আগে তাদের হাতে থাকে ২৪ টি বল আর ৯ টি উইকেট।

আসরের ৩০ তম এই ম্যাচে বিপিএলের চতুর্থ এ সংস্করণে প্রথম দিনের মতো খেলতে নামেন গেইল। নেমেই দলের পক্ষে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান। ৪ ছক্কা আর ২ চারের সাহায্যে এই রান করেছেন তিনি। যেখানে বল খরচ করেছেন ২৬টি।

এদিন রংপুরের পাক তারকা শহীদ আফ্রিদির বলে পরপর ২ ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে আনোয়ার আলীর হাতে ক্যাচ তুলে ফিরে যান সাজঘরে।

প্রসঙ্গত, চলতি আসরে চিটাগাংয়ের হয়ে এখনও ৪টি ম্যাচ খেলার কথা রয়েছে গেইলের। তবে চিটাগাং ফাইনালে উঠলে আরও এক ম্যাচ মাঠে দেখা যেতে পারে বাঁহাতি এ ক্যারিবীয় তারকাকে।

(দ্য রিপোর্ট/এজে/নভেম্বর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর