thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

রিড ফার্মার মামলা

কারো গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

২০১৬ নভেম্বর ২৯ ১৭:২৯:৪৯
কারো গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর মামলার রিড ফার্মার মালিকসহ আসামিদের খালাসে কারো গাফিলতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বা্স্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সচিবালয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

রিড ফার্মার তৈরি প্যারাসিটামল ও সাসপেনশন খেয়ে ২০০৯ সালে সারাদেশে ২৮ শিশুর মৃত্যু হয়। এ ঘটনার মামলায় ঢাকার ড্রাগ আদালত ২৮ নভেম্বর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে। এ সংক্রান্ত রায়ে আদালত বলেছে, মামলার বাদী ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামের অযোগ্যতা ও অদক্ষতার কারণেই রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে (মঙ্গলবার) আমি এ ব্যাপার নিয়ে ওষুধ প্রশাসনের অধিদফতরকে তলব করেছিলাম। তাদের প্রতিবেদন আমি দেখেছি। রায়ের কপি পাওয়ার পরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে এ ব্যাপারে সচিব সাহেবকে দায়িত্ব দিয়েছি। ওষুধ প্রশাসনের প্রতিবেদন দেখে রায়ের কপি পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

‘এ ব্যাপারে যদি কোনভাবে আমাদের ওষুধ প্রশাসনের আমাদের কোন ব্যক্তি দায়ি হন, দোষী সাব্যস্ত হন, তার বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘তবে এ কথা বলতে পারি কোন সরকারি কর্মকর্তার গাফিলতির কারণে যদি মামলা থেকে ওই ধরনের ব্যক্তিরা অব্যাহতি পেয়ে থাকে, অবশ্যই তাদের ছাড় দেওয়ার প্রশ্ন আসে না। কারণ এর সঙ্গে জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে, জনগণের জীবনমানের প্রশ্ন জড়িত রয়েছে।’

মারা যাওয়া শিশুদের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেন ন্যায় বিচার তারা পাবে না? নিশ্চয়ই অপরাধ কেউ করেছে, না হলে কীভাবে শিশু মারা গেল। এটা হতে পারে না। নিশ্চয়ই এখানে অপরাধ সংগঠিত হয়েছে।’

নাসিম বলেন, ‘জজ সাহেবের যে পর্যবেক্ষণ- কেউ যদি কোন গাফিলতি করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।’

চূড়ান্ত পর্যায়ে চিকিৎসা সেবা আইন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য একটি আইন প্রণয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এটি হবে চিকিৎসা সেবা আইন।’

চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য অনেকগুলো আইন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এগুলোকে একীভূত করে একটি যুগোপযোগী চিকিৎসা সেবা আইন করতে যাচ্ছি।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি একটি কথা বলে আশ্বস্ত করতে চাই আমরা যেমন চিকিৎসকদের সুরক্ষা করতে চাই, তেমনি রোগীদের সুরক্ষার জন্য অত্যন্ত সংবেদনশীল হয়ে আইনটি করতে যাচ্ছি।’

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর