thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

ক্যানসার শনাক্ত করবে অ্যান্ড্রয়েড ফোন!

২০১৬ নভেম্বর ২৯ ১৮:০৪:২৪
ক্যানসার শনাক্ত করবে অ্যান্ড্রয়েড ফোন!

দ্য রিপোর্ট ডেস্ক : আধুনিক যুগে সবার হাতে হাতেই অ্যান্ড্রয়েড ফোন দেখা যায়। আর এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চলে কেনাকাটা, টাকার লেনদেন, সিনেমা দেখা, গেম খেলা। সব কিছুতেই অ্যান্ড্রয়েড ফোনের সাহায্য নেওয়া হচ্ছে। ক্যানসার শনাক্তের ক্ষেত্রেও এখন থেকে কাজে লাগবে স্মার্টফোন। এমনই দাবি করছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক।

গবেষকরা জানিয়েছেন, তারা স্মার্টফোনের জন্য সহজ বহনযোগ্য একটি ল্যাবরেটরি তৈরি করেছেন, যা সহজেই ক্যানসার চিহ্নিত করতে পারবে।

গবেষকদের দাবি, বিভিন্ন নমুনা পরীক্ষা করে প্রথম সারির ল্যাবের মতোই ক্যানসার বাইয়োমার্কারকে শনাক্ত করতে পারে ওই ল্যাবরেটরি। ওই গবেষক দল আটটি চ্যানেলের স্মার্টফোন স্পেকট্রোমিটার তৈরি করেছেন, যা মানুষের ইন্টারলিউকিন-৬(আইএল-৬) শনাক্ত করতে পারে। আর এই আইএল-৬ হলো মূলত ফুসফুস, প্রস্টেট, লিভার, স্তন ও এপিথেলিয়াম ক্যানসারের বায়োমার্কার।

এ ব্যাপারে মূল গবেষক লেই লি, যিনি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল অ্যান্ড মেটারিয়ালস ইঞ্জিনিয়ারিং স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি জানান, যেসব হাসপাতাল বা ক্লিনিকে ‘অন সাইট ল্যাব’ নেই সে সব হাসপাতাল বা ক্লিনিক ছাড়াও প্রত্যন্ত এলাকায় তাদের তৈরি স্মার্টফোন ল্যাবরেটরি খুবই কাজে আসবে। আটটি আলাদা নমুনা একসঙ্গে পরীক্ষা করতে পারে এই প্রযুক্তি, যা সহজেই বলে দেয় ক্যানসার আছে কি না। আপাতত আইফোন ৫-এ এই প্রযুক্তি ব্যবহার করছে।

তবে গবেষকদের দাবি, তারা এমন এক সিস্টেম তৈরি করতে চলেছেন, যা যেকোনো স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

(দ্য রিপোর্ট/এফএস/এম/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর