thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ঢাকা-রংপুর, রাজশাহী-কুমিল্লা

২০১৬ নভেম্বর ৩০ ১০:৩৭:২৭
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ঢাকা-রংপুর, রাজশাহী-কুমিল্লা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে বুধবার (৩০ নভেম্বর)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। অন্যদিকে সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস।

পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে অবস্থান ঢাকার। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর। দুদলের জন্যে আসরে এটি ১০ম ম্যাচ। এই ম্যাচে একটু বড় ব্যবধানে জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে এগিয়ে আছে রংপুর।

অপরদিকে, টেবিলে নিজের অবস্থান আরও দৃঢ় করতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই সাকিব আল হাসানের দল ঢাকার সামনে।

এবারের বিপিএলে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি। ৯ ম্যাচে মাত্র ২টি জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। শেষের সব ম্যাচ জিতলেও প্লে-অফে জায়গা নিতে পারবে কি না সংশয় রয়েছে। তবে, জিতলে তাদের কাছাকাছি থাকা দলগুলোর প্লে-অফে যাওয়া কঠিন করে তুলতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে বিপিএলের প্রথম দিকে রাজশাহীকে দুর্বল মনে হলেও টুর্নামেন্টের শেষ দিকে এসে জ্বলে উঠেছে তারা। ৯ ম্যাচে ৫ জয়ে অর্জন করেছে ১০ পয়েন্ট । টেবিলে অবস্থান চতুর্থ স্থানে। তবে এই মাচে বড় জয় তুলে নিতে পারলে সবাইকে টপকে উপরে উঠে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে দলটির সামনে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর