thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মূল্যসূচক ১০ হাজার হলেও সমস্যা নেই : বিএসইসি চেয়ারম্যান

২০১৬ ডিসেম্বর ০১ ১৫:৫৪:১৭
মূল্যসূচক ১০ হাজার হলেও সমস্যা নেই : বিএসইসি চেয়ারম্যান

দ্য রিপোর্ট পতিবেদক : শেয়ারবাজারের মূল্যসূচক আপন গতিতে বেড়ে ১০ হাজার হলেও কোন সমস্যা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বৃহস্পতিবার ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খায়রুল হোসেন জানান, এক সময় সূচক ৫ হাজার হলে সরকার থেকে তাকে ডাকা হয়েছিল। সে সময় শেয়ারবাজারকে আবার ধ্বসের দিকে নিয়ে যাচ্ছি কিনা প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছি, ২০১০ সালে শেয়ারবাজারে যেসব কারনে ধ্বস হয়েছিল, তার কোন কিছুর উপস্থিতি এখন নাই। ওই সময় প্লেসমেন্ট, বুক বিল্ডিং, ইনসাইডার ট্রেডিং ইত্যাদি নিয়ে যে ম্যানুপুলেশন হতো, তা বন্ধ করা হয়েছে। এখন সব কিছু আইনের মধ্যে আনা হয়েছে। তাই সূচক যদি আপন গতিতে ১০ হাজারও হয় কোন সমস্যা নাই।

শেয়ারবাজারের মাধ্যমে আগামী কয়েক বছরে দেশে কয়েকটি পদ্মাসেতু তৈরীর অর্থায়ন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খায়রুল হোসেন। আর আগামী ৩ মাসের মধ্যে স্মল ক্যাপ ও ২০১৮ সালে ডেরিভেটিভস মার্কেট চালু করা হবে বলে যোগ করেন তিনি।

শেয়ারবাজার ভালোর দিকে গেলেই কিছু লোক নেতিবাচক মন্তব্য করা শুরু করে বলে জানান ডিবিএ’র প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী। এসব মন্তব্য থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান করেন তিনি। এ সময় স্টক এক্সচেঞ্জ সঠিকভাবে ডিমিউচ্যুয়ালাইজেশন হয়নি বলে সংবাদ মাধ্যমে ইব্রাহিম খালেদের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান ডিবিএ’র প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী।

এ সময় আহমেদ রশীদ লালী বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আত্ববিশ্বাস বেড়েছে। ফলে লেনদেন বাড়ছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর