thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ডিসেম্বরের শেষের দিকে শৈত্যপ্রবাহ

২০১৬ ডিসেম্বর ০৪ ১৪:০৯:৫২
ডিসেম্বরের শেষের দিকে শৈত্যপ্রবাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদফতরে রবিবার (৪ ডিসেম্বর) কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের এতে সভাপতিত্ব করেন।

কাগজ-কলমের হিসাব অনুযায়ী বাংলা পৌষ ও মাঘ মাস শীত ঋতু। রবিবার অগ্রহায়ণের ২০ তারিখ। কিন্তু গ্রামের প্রকৃতিতে এখনই শীতের পুরো আমেজ। তবে ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে পৌষ মাস।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী চলতি মাসে স্বাভাবিক শীত থাকবে। তবে জানুয়ারি বা এর পরে কী হবে তা আরও পরে সুনির্দিষ্ট করে বলা যাবে।’

চলতি মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে জানিয়ে পরিচালক বলেন, ‘ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

দীর্ঘমেয়াদি প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে।

ডিসেম্বর মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বর মাসে সারাদেশে সার্বিকভাবে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগে স্বাভাবিক এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

(দ্য রিপোর্ট/আরএমএম/এআরই/এম/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর