thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ময়লার গাড়ি ও বস্তিঘর পুড়ে ছাই

২০১৬ ডিসেম্বর ০৪ ১৭:১৯:৪৩
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ময়লার গাড়ি ও বস্তিঘর পুড়ে ছাই

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এবং পাহাড়তলীর সাগরিকা এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের ময়লা পরিবহনের ৩টি পুরাতন গাড়ি এবং বেশ কিছু বস্তিঘর পুড়ে গেছে। রবিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানার ইছাকের পোল এলাকায় রবিবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাকলিয়ার ইছাকের পোল এলাকার একটি বস্তিতে আগুন লাগে। আমাদের চন্দনপুরা এবং লামার বাজার স্টেশন থেকে দুটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। বেলা পৌনে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

অপরদিকে এর আগে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি গাড়ি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রহ্লাদ সিংহ বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর