thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সঙ্গে বিসিএস নেতাদের সাক্ষাৎ

২০১৬ ডিসেম্বর ০৪ ১৮:৫২:৩৯
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সঙ্গে বিসিএস নেতাদের সাক্ষাৎ

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ ব্যাংককে সদ্য নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র (বিসিএস) নেতাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) ডেপুটি গভর্নরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিসিএস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে ডেপুটি গভর্নরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিসিএস’র সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি অন্যান্য ব্যাংকও যেন আপনাদের সব ধরণের সহযোগিতা প্রদান করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আইসিটি খাতে ইইএফ ফান্ডকে সহজ করে আইটি উদ্যোক্তাদের জন্য ব্যবসার ক্ষেত্রকে বৃদ্ধি করতে অগ্রগণি ভূমিকা রেখে আইসিটি খাতের সম্প্রসারণ এবং উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করবে।’

ডেপুটি গভর্নরের উদ্দেশ্যে বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, ‘বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন ও প্রসারলাভে আপনার নিরলস কর্মপ্রচেষ্টায় আমরা বরাবরই মুগ্ধ হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্বলিত আপনার নেতৃত্বে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ব্যাংকিং ব্যবস্থায় এই যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। ইক্যুইটি এন্টারপ্রেণারশিপ ফান্ডকে (ইইএফ) সহজলভ্য করে আইটি ব্যবসার উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমরা আপনার বিশেষ সহযোগিতা কামনা করি। সাইবার নিরাপত্তাসহ যেকোন আইসিটি সংক্রান্ত বিষয়ে বিসিএস স্বেচ্ছাপ্রণোদিত ভাবে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা দিতে সবসময় পাশে থাকবে।’

(দ্য রিপোর্ট/এসএস/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর