thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাজশাহী কিংসের ক্রিকেটারদের রানার শো-রুম পরিদর্শন

২০১৬ ডিসেম্বর ০৪ ১৯:২২:৩৫
রাজশাহী কিংসের ক্রিকেটারদের রানার শো-রুম পরিদর্শন

দ্য রিপোর্ট ডেস্ক : তেজগাঁওয়ে অবস্থিত রানারের শো-রুম পরিদর্শন করেছেন রাজশাহী কিংস্-এর ক্রিকেটারা।

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে বিপিএল-এর অন্যতম ফ্রাঞ্চাইজ রাজশাহী কিংস্-এর ক্রিকেটারা শো-রুমটি পরিদর্শন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে ক্রিকেটাররা রানার শো-রুম ঘুরে ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘গ্রাহকদের আরও কাছে যেতেই আমাদের এই প্রচেষ্টা। গ্রাহক সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি এবং উন্নত গ্রাহক সেবার মাধ্যমে দেশের প্রত্যেকটি ঘরে রানার তথা দেশীয় মোটরসাইকেল পৌঁছে দিতে চাই।’

‘রানার তার মোটরসাইকেল নির্মাণে সম্পূর্ণ দেশীয় শিল্পকে উন্নত মানে নিয়ে যেতে বদ্ধপরিকর, এছাড়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং আয়ে এদেশীয় মোটরসাইকেল শিল্প দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস’ বলেন মো. মোজাম্মেল হোসেন।

এ সময় সকলকে তিনি ক্রেতার কাছে পরিপূর্ণ সেবা এবং সহনীয় মূল্যে ও সহজ কিস্তিতে মোটরসাইকেল পৌঁছে দেবার প্রচেষ্টা অব্যাহত রাখার নিশ্চয়তাও প্রদান করেন।

(দ্য রিপোর্ট/এসএস/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর