thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

২০১৬ ডিসেম্বর ০৪ ২০:২২:০৬
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীবাহিনী দিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন একই ইউনিয়নের যুবলীগের অর্থ-সম্পাদক তারেক আজিজ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি স্মৃতি মিলনায়তনে রবিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সম্ভু, ইউনিয়ন যুবলীগ সভাপতি কেয়ামউদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মো. সফি প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক আজিজ বলেছেন, ‘গত জুন মাসে ইউপি নির্বাচনের পর থেকে নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান শান্তের লোকজন আমাদের ওপর নির্মম নির্যাতন ও জুলুম চালিয়ে যাচ্ছে। তাদের দাবি করা চাঁদা না দেওয়ায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদেরকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে।’

তিনি আরো অভিযোগ করেছেন, ‘সঞ্জয়, রুবেল, মোহাম্মদ আলী, লিটু, রনি, আমজাদ হোসেন, সৈকত, জুয়েল, শাজাহান, হামিদ, শহীদসহ বেশ কয়েকজন ওই ঘটনায় জড়িত। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়েছে। এরপর থেকে তাদের জুলুম-নির্যাতন বেড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে সাভার মডেল থানায় ১০টি জিডি ও আদালতে মামলা করা হয়েছে। আমি ছাড়াও ক্ষতিগ্রস্থরা হলেন— কাউন্দিয়া এলাকার জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান, টুটুল মিয়া, আলী হোসেন, হানিফ মিয়া ও হামিদুল ইসলাম চৌধুরী। এরা সকলেই এখন এলাকা ছাড়া।’

তিনি আরো বলেছেন, ‘কাউন্দিয়া চেয়ারম্যান বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে জামায়াত-শিবির। জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলের ব্যবসায়িক অংশীদার ও অর্থ যোগানদাতা আলহাজ্জ্ব আসাদুল হক মামুনও রয়েছে। এ অবস্থায় কাউন্দিয়া এলাকার নিরীহ ব্যবসায়ী ও বাসিন্দাদের সন্ত্রাসী অত্যাচার থেকে বাঁচতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র‌্যাব মহাপরিচালক এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।’

এ প্রসঙ্গে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিভিন্ন সময় আজিজ আমার বিরুদ্ধে এলাকার লোকজনের কাছে অপপ্রচার করেছে। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য তারা এ সব অপপ্রচার করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/ডিসেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর