thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্রত্যাশার চাপে অলরাউন্ডার ঠাসা ঢাকা

২০১৬ ডিসেম্বর ০৮ ২০:২২:১৪
প্রত্যাশার চাপে অলরাউন্ডার ঠাসা ঢাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনেকটা অপ্রতিরোধ্য ভঙ্গিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠেছে ঢাকা ডাইনামাইটস। গত আসরে এলিমিনেশন পর্বে এই দলটিই নিজেদের মাঠ থেকে বিদায় নিয়েছিল বরিশাল বুলসের কাছে হেরে। এবার অবশ্য প্রথম কোয়ালিফাই ম্যাচ থেলে সরাসরি ফাইনালে উঠেছে দলটি। তবে, এবার সেই ঘরের মাঠ ফাইনালে ঢাকা। তাই, সমর্থকদের প্রত্যাশার চাপটা যে কম থাকবে, তা একদমই নয়। ০৯ ডিসেম্বর (শুক্রবার) অনেক সেই চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে দলটিকে এমনটিই মনে করেন ঢাকার অন্যতম অলরাউন্ডার নাসির হোসেন। এদিকে, চতুর্থ সংস্করণে তাদের গড়া অলরাউন্ড নির্ভর দলের কারনেই এবার শিরোপা ঘরে তোলার ব্যাপারে আশাবাদী গড়া ঢাকা, এমনটিও জানিয়েছেন নাসি।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে প্রথম দুই আসরের শিরোপা জয়ী ঢাকা। তার আগে মিরপুর একাডেমি মাঠে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন দলটির ক্রিকেটাররা। অনুশীলন শেষ ঢাকার প্রতিনিধি হয়ে সাংবাদিদের সঙ্গে কথা বলেন নাসির।

নিজেদের মাঠে ফাইনাল ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ। চাপ আমাদেরও থাকবে; ওদেরও থাকবে। আমরা ওদের কাছে ২টা হেরেছি। এটা এমন কোনও কিছুই না। আমরা আমাদের মূল কাজের দিকেই মনোযোগী। সেটা করতে পারলেই চাপকে জয় করা সম্ভব হবে।’

এদিকে নিজেদের দল সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দলটা অলরাউন্ডার ভিত্তিতে গড়া। প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দলে অলরাউন্ডার বেশি, বোলিং পরিবর্তন করার অপশনও বেশি। তবে ওদের শক্তিশালী দিক আমি জানি না।’

চলতি আসরে শক্তিশালী দল গড়েছে ঢাকা। তারপরেও প্রতিপক্ষকে সমীহ করে নাসির বলেন, ‘আসলে কাগজে-কলমে বলে কথা না। আমাদেরকে মাঠে খেলতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাজশাহী খারাপ দল নয়। ভালো দল বলেই ফাইনালে উঠেছে। আমার মনে হয় ফাইনালে যারা কম ভুল করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি থাকবে।’

(দ্য রিপোর্ট/এজে/ডিসেম্বর, ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর