thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

২০১৬ ডিসেম্বর ১০ ১৬:১৫:৩৮
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দৈনিক অর্থনীতি প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক খুরশিদ আলমকে সভাপতি এবং নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন চৌধুরীর পরিচালনায় সাধারণ সভায় সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দীন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমসহ ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত লক্ষ্মীপুরের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা আবদুস শহিদ।

নতুন কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম (ইত্তেফাক), সহ সভাপতি শাহাবুদ্দীন চৌধুরী (রেডিও ধ্বনি), যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম (এটিএন বাংলা) ও রিয়াদ হোসেন (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক আহম্মদ ফয়েজ (নিউ এইজ), কোষাধ্যক্ষ মুনীর আহমেদ (জাতীয় অর্থনীতি), দপ্তর সম্পাদক এস. এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুকীম চৌধুরী (শেয়ারবিজ), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম ফয়েজ (বাংলাভিশন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুমাতুল বিদা (চ্যানেল ২৪) এবং সদস্য যথাক্রমে জিল্লুর রহমান (সময়ের আলো), জুনায়েদ শিশির (নিউজ বাংলাদেশ), ফরিদ আহম্মদ বাঙালী (লাখো কণ্ঠ), সালাউদ্দীন চৌধুরী (মানবকণ্ঠ), ইসমাইল হোসেন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), আরিফুর রহমান (কালের কণ্ঠ), রুমানা আক্তার (বিটিভি), আহমদ ফয়সল (ইউনাইটেড নিউজ) ও নজির আহমদ (মুক্ত খবর)।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দীন খান, দৈনিক আমাদের সময় সম্পাদক গোলাম সারোয়ার, আবদুস শহিদ (এনটিভি), বখতিয়ার রানা (বাসস), জহিরুল আলম (এনটিভি), মাহফুজুর রহমান (বাসস), হাসান আহমেদ চৌধুরী কিরণ, এটিএম ইসহাক (প্রথম আলো), এডভোকেট মাহবুবুর রহমান (সংবাদ), নুরুল ইসলাম খোকন ও মীর্জা তারেকুল কাদের। সভায় শোক প্রস্তাব গ্রহণ এবং বিগত কমিটির রিপোর্ট অনুমোদিত হয়।

(দ্য রিপোর্ট/এমএ/এমকে/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর