thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

২০১৬ ডিসেম্বর ১০ ১৮:১২:৫৪
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদকঃ রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানীর ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে হারুন মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

লেবার সর্দার ধনু মিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ভবনের ১০ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সাড়ে ১১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনীর একটি বস্তিতে আগুনে পুড়ে শিপন মিয়া (২৮) নামে এক রিক্সাচালকের মৃত্য হয়েছে। শনিবার ভোর ৪টার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ভোরে বস্তির একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেই আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিপন মিয়া মারা যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিপনের স্ত্রী হাসনা বেগম জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরেমাদকাশক্ত হয়ে ওই ঘরে একা ঘুমাতেন। গত রাতেও তিনি ওই ঘরে একা ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এমএইচএ/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর