thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

এবার অস্ট্রেলিয়া গেলেন মাশরাফিরা

২০১৬ ডিসেম্বর ১১ ১১:৫৬:০২
এবার অস্ট্রেলিয়া গেলেন মাশরাফিরা

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে দেশটি সফর করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তার আগে এ সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্যাম্প করবে তারা। এ জন্যে দুই ধাপে সিডনি পৌছেছে টিম বাংলাদেশ। গেল ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে প্রথম ধাপে দেশ ছাড়ে টাইগারদের একটি দল। এরপর ১০ ডিসেম্বর (শনিবার) রাতে দ্বিতীয় ধাপে শর্ট ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দেশ ছেড়েছে অপরদলটি।

সিডনির উদ্দেশ্যে ওইদিন (বৃহস্পতিবার) রাত সোয়া ১০টার একটি ফ্লাইটে দ্বিতীয় ধাপে দেশ ছাড়েন ১২ ক্রিকেটার। যার নেতৃত্বে ছিলেন টাইগারদের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি। এর আগে মুশফিকের নেতৃত্বে প্রথমে সিডনি পৌঁছান ১৩ ক্রিকেটার।

মাশরাফির নেতৃত্বে ১২ ক্রিকেটার যারা গেছেন, তাদের মধ্যে আছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মমিনুল হক, নুরুল হাসান সোহান, তানভীর হায়দার ও মেহেদী মারুফ।

এর আগে মুশফিকের নেতৃত্বে সিডনি পৌছান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, মু্স্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী।

এই সফরকে সামনে রেখে এর আগে ২২ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরু হবে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডের পর শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। ০৩ জানুয়ারি প্রথম, ০৬ জানুয়ারি দ্বিতীয় ও ০৮ জানুয়ারিঅনুষ্ঠিত হবে তৃতীয় টি২০ ম্যাচ। টি২০ সিরিজ শেষে শুরু হবে টেস্ট। ১২ জানুয়ারি প্রথম এবং ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রাথমিক দলে যারা আছেন :

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার

(দ্য রিপোর্ট/এজে/ডিসেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর