thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

জুট স্পিনার্সের অস্তিত্ব নিয়ে নিরীক্ষকের শঙ্কা প্রকাশ

২০১৬ ডিসেম্বর ১৫ ১৩:১৪:২৬
জুট স্পিনার্সের অস্তিত্ব নিয়ে নিরীক্ষকের শঙ্কা প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানির ব্যবসায়িক লোকসানে নিরীক্ষক এ শঙ্কা প্রকাশ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের জুট স্পিনার্স ২০১৫-১৬ অর্থবছরে ৭ কোটি ১৬ লাখ টাকা লোকসান করেছে। যাতে পূঞ্জীভুত লোকসান দাড়িয়েছে ২৬ কোটি ৭৬ লাখ টাকা। এমতাবস্থায় কোম্পানির ভবিষ্যতে ব্যবসায় চালানোর সক্ষমতা নিয়ে নিরীক্ষকের শঙ্কা প্রকাশ।

এদিকে কোম্পানিটিতে ২০০৬ সালের শ্রম আইন লংঘন হয়েছে বলে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছেন। এছাড়া কোম্পানির পরিচালক ও সহযোগি ‘অগ্রিম’ শিরোনামে ২ কোটি ৭৫ লাখ টাকা নিলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। একইসঙ্গে আয়েশা কাদিরকে ঋণের বিপরীতে ৪ লাখ ৫৫ হাজার টাকার সুদ প্রদান করা হলেও অগ্রিম আয়কর (এআইটি) বাদ দেওয়া হয়নি।

উল্লেখ্য বুধবার (১৪ ডিসেম্বর) লেনদেন শেষে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের শেয়ার দর দাড়িয়েছে ৫৩.৬০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/ডিসেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর