thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

কেন পছন্দ নয় সংগীত?

২০১৭ জানুয়ারি ০৯ ১৬:৫৫:৪৯
কেন পছন্দ নয় সংগীত?

দ্য রিপোর্ট ডেস্ক : আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি কি সংগীত পছন্দ করেন? তবে নিশ্চয়ই অবাক হয়ে উত্তর দিবেন, সংগীত পছন্দ করে না এমন ব্যক্তি কি আছে? হ্যাঁ, আছে। সংগীত পছন্দ করেন না এমন ব্যক্তিও আছেন।

আর এই কথাটাই বাস্তবে প্রমান করলো কিছু গবেষক। ফ্রান্সের বার্সিলোনা বিশ্ববিদ্যালয়, মন্টরিয়েল নিউরোলজিক্যাল সংস্থা (‌এমএনআই)‌ এবং কানাডার ম্যাকবিল বিশ্ববিদ্যালয় কিছু গবেষক যৌথভাবে গবেষণা করে দেখেছে সংগীত অপছন্দের কারণ।

গবেষণায় দেখা যায়, মানব মস্তিষ্কের দুটি দিকের যোগাযোগ ক্রমশ কমে যাওয়ার কারণে সংগীত অপছন্দের ইচ্ছা তৈরি হয়। গবেষকরা তাদের গবেষণায় দেখতে পান মানব মস্তিষ্কের কর্টিকাল ও সাবকর্টিকাল অংশের মধ্যে যোগাযোগ ক্রমশ কমে যাওয়ার কারণে সংগীতের শব্দকে গ্রহণ করতে চায় না।

গবেষকরা ৪৫ জন সুস্থ মানুষের উপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসেন। পাশাপাশি আর্টিসম আক্রান্ত শিশুদের মধ্যেও মানুষের শব্দ শোনার আগ্রহ দেখা গেছে কম একই কারণে।

গবেষকদের মত সংগীত শোনার আগ্রহ তৈরি করলে ক্রমশ কমতে পারে তাদের অপছন্দের কারণ।

(দ্য রিপোর্ট/এফএস/জানুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর