thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নির্বাচন কমিশন গঠন : আইন প্রণয়নে রিট

২০১৭ জানুয়ারি ১১ ১২:৪৪:২৫
নির্বাচন কমিশন গঠন : আইন প্রণয়নে রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ জানান, ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।

অথচ সাড়ে চার দশকেও এ নিয়ে কোনো আইন প্রণয়ন করা হয়নি। তাই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেছি।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান ইউনুছ আলী আকন্দ।

(দ্য রিপোর্ট/কেআই/এমকে/এনআই/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর