thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

খালেদা জিয়ার মামলার কী রায় হবে, বোঝা যাচ্ছে : ফখরুল

২০১৭ জানুয়ারি ১১ ২০:৩২:৩৬
খালেদা জিয়ার মামলার কী রায় হবে, বোঝা যাচ্ছে : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলা নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে মামলায় রায় কী হবে-এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১১ জানুয়ারি) উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, ‘আদালতে মামলা চলছে। আর প্রধানমন্ত্রী রায় দিয়ে দিলেন। প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান। তাহলে বিচারকের রায় দেওয়ার প্রয়োজন আছে কি? এ রায় কোন দিকে যাবে, তা আমরা বুঝতে পারছি।’

বিএনপি মহাসচিব আরো বলেছেন, ‘মামলা প্রভাবিত করে রায় দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’

জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপিও চায় জঙ্গিবাদের উস্কানিদাতাদের খুঁজে বের করা হোক। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের মেরে ফেলা হচ্ছে। তদন্ত হচ্ছে না, বিচার হচ্ছে না।’

তিনি প্রশ্ন রেখেছেন, ‘আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হওয়ার ভয়েই কি জঙ্গিদের বিচারের আওতায় আনা হচ্ছে না?’

২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতায় আসা সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ দাবি করে মির্জা ফখরুল বলেছেন, ‘এদিন ছিল সংবিধানসম্মত সরকারকে সম্পূর্ণ বেআইনিভাবে উচ্ছেদ করে বেআইনি সরকার প্রতিষ্ঠার দিন। ওই সরকারের মূল উদ্দেশ্য ছিল বিরাজনীতিকরণ।’

বিএনপি মহাসচিব দাবি করেছেন, ‘সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। এখন ভিন্নভাবে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে। জাতীয়তাবাদী দর্শনকে নির্মূল করার চেষ্টা হচ্ছে।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কী করবেন, তার ওপর নির্বাচন কমিশন ও দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।’

চাষী নজরুলের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেছেন, ‘তিনি ছিলেন ব্যতিক্রমী মানুষ। চলচ্চিত্রের মাধ্যমে তিনি জাতিকে নির্মাণের কাজ করেছেন।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেডটি/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর