thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কাটা পায়ে কেরামতি

২০১৭ জানুয়ারি ১৫ ১১:২৬:১৪
কাটা পায়ে কেরামতি

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমার পঁচিশ বছর বয়সী মেয়ে ক্রিস্টি লোয়ালের ডান পায়ে বিরল ধরনের ক্যানসার ধরা পড়ে। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকেরা সেটি কেটে ফেলেন।

হতবিহ্বল ক্রিস্টি ডাক্তারদের বলেছিলেন, তার কাটা পায়ের পাতাটি তাকে ফেরত দিতে।

অবাক হলেও একটি ‘বায়োহ্যাজার্ড’ ব্যাগে করে সেটি ক্রিস্টিকে দিয়ে দেন চিকিৎসক দলটি। খবর বিবিসি বাংলার।

এরপর, সেটি পরিষ্কার করার পর যখন সেটি একটি সাদা কঙ্কাল টুকরোতে পরিণত হলো, ক্রিস্টি সেটি নিয়ে ছবি তুলতে শুরু করেন।

তার ভাষায়, ‘আমার অত পয়সা নেই বা শারীরিক সামর্থ্যও নেই। ফলে যখনই নতুন বা ভিন্ন কোনো আইডিয়া মাথায় আসে, সে অনুযায়ী “পা”টি বের করে একটি ছবি তুলে ফেলি।’

সাধারণত পিঠ-ব্যাগে করে সারাক্ষণই নিজের কাটা ‘পা’টি সঙ্গে নিয়ে ঘোরেন ক্রিস্টি।

এখনো ক্যানসার পুরোপুরি চলে যায়নি তার শরীর থেকে, ফলে প্রতি তিন মাস অন্তর তাকে চেকআপ চালিয়ে যেতে হয়।

ক্রিস্টি বলছেন, রোগাক্রান্ত শরীর নিয়ে সারাক্ষণ মনমরা হয়ে না থেকে বরং একটু হাসিখুশি থাকা আর নিজের অবস্থা নিয়ে তামাশা করে তিনি তার হতাশা ভুলে থাকেন।

(দ্য রিপোর্ট/এম/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর