thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

টেস্ট সিরিজ জয়ের যুগ পার করল বাংলাদেশ

২০১৭ জানুয়ারি ১৮ ১২:৩১:৩৫
টেস্ট সিরিজ জয়ের যুগ পার করল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : আজ ১৮ জানুয়ারি। বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের এক যুগ পূর্তি। এখন থেকে ১২ বছর আগে চট্টগ্রামে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। যার নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে চট্টগ্রামে ঘটেছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনা। সফরকারীদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ঢাকায় ড্র হওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সুবাদেই প্রথমবারের মতো সিরিজ জয়েরও স্বাদ পেয়েছিল সাদা পোশাকের টাইগাররা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ৪৮টি টেস্ট সিরিজ খেলে বাংলাদেশের জয় তুলে নিয়েছে তিনটিতে। ড্র করেছে ৫টি টেস্ট সিরিজ, আর হেরেছে ৪০টি টেস্ট সিরিজ। এর মধ্যে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সিরিজ জয়ের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। প্রথম টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। পরের টেস্ট সিরিজ জয় তারও প্রায় পাঁচ বছর পর। যেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের জুলাইয় মাসে। তৃতীয় টেস্ট সিরিজ জয় আবারও জিম্বাবুয়ের বিপক্ষে। এবার ২০১৪ সালের নভেম্বরে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর