thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মুশফিক-ইমরুলে মুগ্ধ হাথুরুসিংহে

২০১৭ জানুয়ারি ১৮ ১৪:১১:৫১
মুশফিক-ইমরুলে মুগ্ধ হাথুরুসিংহে

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই যেন বাংলাদেশ শিবিরে গেড়ে বসেছে ইনজুরি। সিমিত ওভারের ম্যাচে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল আর ইমরুল কায়েসের পর টেস্টে এসেও শুরু হয় ইনজুরির মহড়া। এবার প্রথম টেস্টেই ইনজুরির পর ইনজুরিতে পড়েন টেস্ট অধিনায়ক মুশফিক, ওপেনার ইমরুল। তাতেও অবশ্য দমানো যায়নি তাদেরকে। ইনজুরি নিয়েই দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছিলেন ইমরুল। আর ইনজুরি থেকে কিছুটা রেহাই পেয়েই টেস্টে মাঠে নেমেছিলেন মুশফিক। তাদের এ ধরনের সাহসী পদক্ষেপে তাই মুগ্ধ বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (১৮ জানুয়ারি) ক্রাইসচার্চের হ্যাগলি ওভালে টিম বাংলাদেশের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সাবেক এই লঙ্কান ক্রিকেটার। কিউই পেসারদের বাউন্সের বিপক্ষে মুশফিক আর ইমরুলের বিরত্বপূর্ণ লড়াইয়ের কথা স্মরণ করে হাথুরুসিংহে বলেছেন, ‘অনেক সাহসের পরিচয় দিয়েছে ওরা(মুশফিক-ইমরুল)। একবার স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর ইমরুলের নতুন করে ব্যাট করতে নামা, বুড়ো আঙুলের চোট নিয়েও মুশফিকের ব্যাটিং করার সাহস দেখানো, এগুলো প্রমাণ করে তারা দেশের জন্য কতটা নিবেদিতপ্রাণ।’

এদিকে, দ্বিতীয় টেস্টে তাদের মাঠে ফেরার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের চোট আছে। মুশফিকের ব্যাপারে আরও একটা পরীক্ষার জন্য অপেক্ষা করছি। ডাক্তারদের সঙ্গে কথা বললে আরও ভালো ধারণা পাব। আর ইমরুলের সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি।’

তবে, চোট পাওয়া মুমিনুলের ব্যাপারে সুখবর দিয়েছেন তিনি। তার প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘মুমিনুল পাঁজরে চোট পেয়েছিল। তবে ওর অবস্থা বেশ ভালোই। আশা করছি টেস্টের আগেই ঠিক হয়ে যাবে।’

ওয়েলিংটন টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তারপরও ক্রাইসচার্চে দ্বিতীয় টেস্টে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী কোচ হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘লড়াইয়ে ফেরা অসম্ভব কিছু নয়। সময়ই বলবে আমরা সেটা পারব কিনা। তবে আমাদের সব চেষ্টা ও পরিকল্পনা নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যেই।’ উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ক্রাইসচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ইতোমধ্যে সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ তে পিছিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর