thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

পিছিয়েছে অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন

২০১৭ জানুয়ারি ১৯ ১৪:১৪:০৭
পিছিয়েছে অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পিছিয়েছে চাঞ্চল্যকর ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এ দিন ধার্য করেন।

দিনটি অর্থাৎ বৃহস্পতিবার বিজ্ঞান-মনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ হাকিম খুরশিদ আলম নতুন এ দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ। ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দ্য রিপোর্ট/এমএম/এস/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর