thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

নাটোরে ৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা

২০১৭ জানুয়ারি ১৯ ২০:১৫:১৩
নাটোরে ৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা

নাটোর প্রতিনিধি : বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরে ৩টি বেসরকারি হাসপাতাল মালিককে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের হরিশপুর এলাকায় আল-সান হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে চিকিৎসক সংকটসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার এবং আধুনিক সদর হাসপাতাল চত্ত্বর এলাকায় বিসমিল্লাহ ক্লিনিক মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগসহ যাবতীয় সমস্যা সমাধানে মালিকদের নির্দেশ দেওয়া হয়। নতুবা হাসপাতালগুলোতে সিলগালা করে দেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর