thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

৪ ওমরাহ এজেন্সির লাইসেন্স বাতিল

২০১৭ জানুয়ারি ১৯ ২২:১১:০৪
৪ ওমরাহ এজেন্সির লাইসেন্স বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওমরাহযাত্রীর নামে মানবপাচারের অভিযোগে চারটি এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ শাস্তি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

মানবপাচারের অভিযোগে এ চার ওমরাহ এজেন্সির বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রাজধানীর মতিঝিলের সৌদি বাংলা এয়ার সার্ভিস লিমিটেড, নয়াপল্টনের টপ ওয়ান এভিয়েশন, সামিট এয়ার ইন্টারন্যাশনাল ও প্যারামাউন্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়া জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী কোন ওমরাহ এজেন্সি যাতে এক বছরে ৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে না পারে সে বিষয়ে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

কোন এজেন্সি যাতে কোনক্রমেই বছরে ৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে না পারে, সেই বিষয়টি সব ওমরাহ এজেন্সিকে গুরুত্ব সহকারে অবহিত করতে চিঠিতে হাবকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/এনআই/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর