thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আসল মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট দেবে সরকার : নৌমন্ত্রী

২০১৭ জানুয়ারি ২১ ১১:৩৭:৩৭
আসল মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট দেবে সরকার : নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি : ডিজিটাল পদ্ধতিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেবে সরকার। ফলে এটাকে কেউ আর ভুয়া বলতে পারবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার (২১ জানুয়ারি) সকালে মাদারীপুর নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। যারা ট্রেনিং গ্রহণ করছেন, মাঠে যারা সরাসরি যুদ্ধ করেছেন তারাই হবেন প্রকৃত মুক্তিযোদ্ধা।’

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে অনেকেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তাদের তালিকা প্রায় ১ লাখের কাছাকাছি হয়েছে। এগুলো যাছাই-বাছাই করায় প্রশ্ন দাঁড়িয়েছে। যারা মুক্তিযোদ্ধা নন, তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। সেই লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন, ফাউন্ডেশনের সংগঠক আশিকুর হোসেন অপু কাজীসহ অন্যরা।

(দ্য রিপোর্ট/এইচ/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর