thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০১৭ জানুয়ারি ২১ ১৩:৪৭:৫০
সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি : জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত মাঠ থেকে রুপচাঁদ শেখ (৩৫) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

শনিবার সকাল ১০টার দিকে সোনাপুর সীমান্তের ১০৬ নাম্বার মেন পিলারের কাছ থেকে ভারতীয় নদীয়া জেলার জিন্দা ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। রুপচাঁদ সোনাপুর গ্রামের ফকির শেখের ছেলে।

বিজিবি ৬ ব্যাটেলিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার ওহিদুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রুপচাঁদ তার নিজ জমিতে সেচ দেওয়ার সময় তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে বিএসএফের সাথে আমরা পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠিয়ে দেই। বিএসএফ চিঠি পাঠিয়ে জানান আটক বাংলাদেশী রুপচাঁদ শেখকে চাপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর