thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বাগেরহাটে জজ আদালতের আলমারি ভেঙে চুরি

২০১৭ জানুয়ারি ২২ ১৪:৫৫:৪৮
বাগেরহাটে জজ আদালতের আলমারি ভেঙে চুরি

বাগেরহাট প্র‌তি‌নি‌ধি : বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজা খুলে কক্ষে প্রবেশ করে চোরচক্র আলমারির তালা ভেঙে দুই লাক্ষাধিক টাকা নিয়ে গেছে।

রবিবার (২২ জানুয়ারি) সকালে অফিসে এসে রুমের তালা খোলা ও আলমারির দরজা ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় সেরেস্তাদার।

মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার শেখ রকিবুল ইসলাম বলেন, রবিবার সকালে অফিসে এসে আমাদের রুমের দরজা খোলা দেখি। দরজার তালাটা কোন কিছু দিয়ে আঘাত করে খোলা হয়ে বলে মনে হচ্ছে। পরে রুমে ঢুকে আলমারির দরজা ও তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও অন্য সহকর্মীদের খবর দেই।

আলমারির ড্রয়ারে রাখা পারিবারিক আদালতের মামলার দুই লক্ষাধিক টাকা রাখা ছিলো। ওই টাকা পাওয়া যাচ্ছে না। তবে মামলার অন্য কোন নথি বা আদালতের কোন কাগজপত্র খোয়া গেছে কি না তাৎক্ষণিক তা জানাতে পারেরনি তিনি।

এর আগেও জেলা জজ আদালত ভবন থেকে একাধিকবার নগদ অর্থ এবং নথিপত্র চুরির ঘটনা ঘটেছে।

ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালের স্টোনগ্রাফার মো. খলিলুর রহমান বলেন, প্রায় চার মাস আগে অফিসে আমাদের রুমেরও এক বার চুরির ঘটনা ঘটেছে। সে সময় আমার আলমারিতে থাকা ব্যক্তিগত বেশ কিছু টাকা চুরি হয়ে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোর্টের তৃতীয় তলার মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার রুমে ওই চুরির ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা খোয়া গেছে।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এআরই/জানুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর