thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সাতক্ষীরা সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

২০১৭ জানুয়ারি ২২ ১৫:০৮:১৪
সাতক্ষীরা সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা দেবহাটার ভাতশালা সীমান্তের বিপরীত দিকে রবিবার ভোরে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতের শ্বৈতপুর ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

আটক বাংলাদেশিরা হলেন- দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের জান মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।

দেবহাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুম ও বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা শনিবার বিকেলে দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত পার হয়ে গরু আনতে ভারতে যায়। এরপর তারা আর ফিরে আসেনি।

তিনি আরও জানান, ভারতের শ্বৈতপুর বিএসএফের সদস্যরা দুইজন বাংলাদেশি গরু রাখালকে আটক করে রেখেছে।

ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক দ্য রিপোর্টকে জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/জানুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর