thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নিয়্ত অনুসারে কাজের ফল

২০১৭ জানুয়ারি ২৩ ১৩:৩২:১১
নিয়্ত অনুসারে কাজের ফল

দ্য রিপোর্ট ডেস্ক : আমীরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব (রাঃ) বর্ণনা করেন, আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, সকল কাজের প্রতিফল কেবল নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তিই নিয়ত অনুসারে তার কাজের প্রতিফল পাবে।

সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের (সন্তুষ্টির) জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে। পক্ষান্তরে, যার হিজরত দুনিয়া হাসিল করা কিংবা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে সম্পন্ন হবে, তার হিজরত সে লক্ষ্যেই নিবেদিত হবে।

উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি সেনাদল কাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আক্রমণ চালাতে যাবে। তারা যখন সমতল ভূমিতে পৌঁছাবে, তখন তাদের সামনের ও পিছনের সমস্ত লোকসহ ভূমিতে ধসিয়ে দেয়া হবে।

হযরত আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! কিভাবে আগের ও পরের সমস্ত লোকসহ তাদের ধসিয়ে দেয়া হবে- যখন তাদের মধ্যে অনেক শহরবাসী থাকবে এবং অনেকে স্বেচ্ছায় ও সাগ্রহে তাদের সাথে শামিল হবে না? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগের ও পরের সমস্ত লোককেই ভূমিতে ধসিয়ে দেয়া হবে। অতঃপর লোকদের নিয়ত অনুসারে তাদেরকে পুনরুত্থিত করা হবে। (বুখারী ও মুসলিম)

(দ্য রিপোর্ট/এনআই/একেএ/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর