thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বিচারপতি হাসানের নামের বিষয়টি বিএনপি নেতারাই জানিয়েছেন : তোফায়েল

২০১৭ জানুয়ারি ২৩ ১৪:৫৬:২২
বিচারপতি হাসানের নামের বিষয়টি বিএনপি নেতারাই জানিয়েছেন : তোফায়েল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের সার্চ কমিটিতে বিএনপির সাবেক বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাবের বিষয়টি রাষ্ট্রপতির কাছ থেকে নয় বিএনপি নেতাদের কাছ থেকেই পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে সোমবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সাবেক বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাব করেছেন।

একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাবে বলেন, ‘আমার প্রশ্ন তাহলে কী রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের সাহেব ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজস আছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) কী সার্চ কমিটি গঠন করবেন?’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন দক্ষ নেতা। বিএনপি কি নাম দিয়েছে, তা রাষ্ট্রপতির কাছ থেকে জানার দরকার নেই। বিএনপিরই বহু লোক আছে যারা ডিসক্লোজ করবে যে অমুক-অমুকের নাম আছে।’

‘কাজেই রাষ্ট্রপতির কাছ থেকে যে ওবায়দুল কাদের সাহেব নাম পেয়েছেন দ্যাট ইজ নট দি থিঙ্ক। আমি আপনাদের সঙ্গে মিটিং করেছি, অন্য জায়গার লোক জানতে পারে তোফায়েল আহমেদ সাংবাদিকদের সঙ্গে মিটিং করেছে। সেটা জানতেই পারে। হয়তো সেভাবে জেনেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার অবাক লেগেছে মির্জা ফখরুল ইসলা্ম আলমগীর ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা সরাসরি প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি গেছেন নিয়মের মধ্যে, বলেছেন- আমরা নাম দিয়েছি এটা কাদের সাহেব জানলেন কীভাবে, এটা ঠিক হয়নি।’

‘যদি কথাটা সত্য না হত তবে ফখরুল ইসলাম আলমগীর বলতেন, এই ধরণের নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। সে কথা তিনি (মির্জা ফখরুল) বলেননি। নাম যে তিনি দিয়েছেন বা দেননি কোনটাই না বলে তিনি (ফখরুল) বলেছেন, এটা গোপনীয় জিনিস এটা তিনি জানলেন কীভাবে।’

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল বলেন, ‘কি নাম (সার্চ কমিটির জন্য রাষ্ট্রপতির কাছে) দিয়েছে এটা কি বিএনপি নেতাদের মধ্যে আলোচনা হয়নি। এটা কি শুধু স্থায়ী কমিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল? এটা তো বিএনপি নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে নিশ্চিয়ই কথা বেরিয়ে গেছে যে বিচারপতি কে এম হাসানের নাম দিয়েছে। বিএনপি তো সাবেক বিচারপতিদের মধ্য থেকে একজনকে চেয়েছে।’

‘আলমগীর সাহেবের কথায়ই কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্য সঠিক হয়েছে। একটা জিনিস যদি অসত্য হয়, সেটা প্রত্যাখ্যান করার ভাষা আছে। সেই ভাষা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্যে পাওয়া যায় না’ বলেন বাণিজ্যমন্ত্রী।

নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ সংবিধানের উপর ভিত্তি করে চারটি প্রস্তাব দিয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘এমনকি সংবিধানে না থাকলেও নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। বিএনপির তরফ থেকে সেটাকেও প্রত্যাখ্যান করা হয়েছে। এটাও তারা চান না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করবেন এটাই আমাদের জাতির ও সকলের প্রত্যাশা।’

প্রসঙ্গত, কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। গত ১৮ ডিসেম্বর থেকে নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর