thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

১১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত

২০১৭ জানুয়ারি ২৮ ২২:০৫:০৪
১১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত

মাদারীপুর প্রতিনিধি : মরা নদীতে নাব্য ফিরিতে আনতে সারা দেশে ১১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ৫শ’ ৮ কোটি টাকা বয়ে মাদারীপুর-জারিড়াসহ গুরুত্বপূর্ণ ১২টি নৌপথের খনন কাজের উদ্ধোধন শেষে এ তথ্য জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

নৌমন্ত্রী বলেছেন, ‘২০ হাজার ৪শ কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে। ২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিল, তা বর্ষকালে ৬ হাজার কিলোমিটার এসে দাঁড়িয়েছে। সেইসব নৌপথের গতিবেগ ফিরিয়ে আনতে গত ৮ বছরে ১ হাজার ১শ কিলোমিটারের মতো নদীপথ খনন করেছে সরকার। নদী খননের জন্য আরো ২০টি ড্রেজার নির্মাণ করছে সরকার। এ ছাড়া প্রাইভেট সেক্টরেও আরো ৫০টি ড্রেজার এসেছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খানসহ অন্যরা।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর