thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মঙ্গলবার প্যাসিফিক ডেনিমসের লেনদেন শুরু

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১৫:০৩:৪২
মঙ্গলবার প্যাসিফিক ডেনিমসের লেনদেন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দেশের উভয় শেয়ারবাজারে প্যাসিফিক ডেনিমসের শেয়ার লেনদেন শুরু হবে। এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

প্যাসিফিক ডেনিমসের ডিএসই ট্রেডিং কোড নং (পিডিএল) ও কোম্পানি কোড নং ১৭৪৭৩।

এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন সংগ্রহ করা হয়। আর শেয়ার বরাদ্দ দেওয়ার লক্ষে চলতি বছরের ১০ জানুয়ারি আবেদনকারীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করার লক্ষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়। এক্ষেত্রে প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে। সংগৃহীত টাকার ৪৭ কোটি ৯৪ লাখ টাকা দিয়ে ব্যবসায় সম্প্রসারন, ২৫ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ ও ২ কোটি ৬ লাখ টাকা আইপিও ব্যয় নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

প্রাইভেট লিমিটেড হিসাবে ২০০৩ সালে গঠিত প্যাসিফিক ডেনিমস ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এছাড়া ২০১১ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর